মানিকগঞ্জের পাটুরিয়া ১ নং ফেরি ঘাটে আজও ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ১নং ফেরি ঘাট বন্ধ থাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) পাটুরিয়া-দৌলতদিয়ায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। এখনও বিকল রয়েছে বনলতা নামের একটি ফেরি।বিআইডব্লিউটিসির মেরিন কর্তৃপক্ষ জানায়, আজও পাটুরিয়া ঘাটের ১নং ফেরি ঘাট বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুইটি ফেরি একই সাথে নোঙর ও ভারী ট্রাক পল্টুনে ওঠায় ভেঙ্গে যায় ২নং পল্টুনের র‌্যাম। এতে ফেরি নোঙর বন্ধ হয়ে যায়। আজও তা বন্ধ রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৭টি ফেরি মধ্যে বনলতা নামের একটি ইউটিলিটি ফেরি বিকল থাকায় ১৬টি ফেরি চলাচল করছে। অন্যদিকে, উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৮শতাধিক পণ্যবাহী ট্রাক। তবে পরিবহন, এ্যাম্বুলেন্স ও ছোট যানবাহনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

বার্তা প্রেরক
আল মামুন
মানিকগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন