কালকিনিতে মোবাইলে গেমস খেলতে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার ঠেংগামাড়া গ্রামে মোবাইলে ভিডিও গেমস খেলতে না দেয়ায় ও মা বকুনি দেয়ায় অভিমানে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ১৬ বছরের স্কুলছাত্র নীরব বেপারী। নিহত নীরব কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র সে কাতার প্রবাসী আঃ কাশেম বেপারীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোবাইলে ভিডিও গেমস খেলা নিয়ে ছেলে নীরবকে বকাঝকা ও মারধর করেন তার মা। মার খেয়ে নীরব অভিমান করে পাশের ঘরে চলে যায়। পরক্ষনে তার দাদি ডাকাডাকি করে কোন সারা শব্দ করে না পেয়ে স্থানীয় লোকজন নিয়ে দরজা খুলে দেখে নীরব গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে। রাতে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সকালে মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তর জন্য পাঠিয়ে দেয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। পোস্টমর্টেম করার জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন