পাবনার সুজানগরে নাবী ধানের চারা বিনামূল্যে বিতরণ

পাবনার সুজানগরে উপজেলা কৃষি অধিদপ্তরের সৌজন্যে, খরিপ-২ মৌসুমের নাবী জাতের আমন ধানের উৎপাদিত চারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে চলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বাইস ট্রান্স প্লান্টের মাধ্যমে রোপণের জন্য ট্রে’তে নাবী জাতের আমন ধানের উৎপাদিত চারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়লুন হক সরকার, ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, নুরুল ইসলাম,রত্না খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসপিপিও আলমগীর হোসেন।

বার্তা প্রেরক
রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন