পাবনা মেডিকেল কলেজের নাম পরিবর্তনের দাবী

পাবনা মেডিকেল কলেজের নাম শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বীর নামে নামকরণের দাবী করেছেন পাবনার বিশিষ্টজনেরা।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বী স্মৃতি পরিষদের আয়োজনে তার ৮৮তম জন্মদিনের এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বী স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালফী আল ফাত্তাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডারস ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমি, বিশিষ্ট শিক্ষাবিদ একেএম ফজলুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সর্বসম্মতভাবে পাবনা মেডিকেল কলেজের নাম শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বীর নামে নামকরণের দাবী জানান। পরে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরক
রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন