গাংনীতে ভাতিজার বিরুদ্ধে বিষ দিয়ে কলাই বিনষ্ট করার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার কলাইয়ের জমিতে বিষ প্রয়োগ করে কলাই বিনষ্ট করেছে বলে ভাতিজা জিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন চাচা মান্নান। অভিযুক্ত জিয়া গাংনী পৌর সভার ২ নং ওয়ার্ড শিশিরপাড়া এলাকার মৃত নিয়াজেল এর ছেলে এবং ভুক্তোভোগি তার চাচা মান্নান একই এলাকার মৃত সুরাত মুন্সির ছেলে।

ভুক্তোভোগি মান্নান জানান, আমার জমি এর আগে জিয়া আমাদের জমি সে নিজের বলে দাবি করে। এ নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে কোর্টে মামলা করা হয় এবং সে মামলায় কোর্ট আমাদের পক্ষে রায় দেয়। রায় হওয়ার পরও জিয়া গোপনে অন্যত্র বিক্রয় করে দেয়। এ নিয়ে গাংনী থানায় সালিশ করা হয়। ঐ সালিশে কোর্টে রায় এর সাথে একমত পোষন করে। এরপরও অভিযুক্ত জিয়া রায় ও সালিশ অমান্য করে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কলাইয়ের জমিতে অভিযুক্ত জিয়া ও তার লোকজন ঘাস মারা বিষ প্রয়োগ করে বলে জানান জমির মালিক দাবি কারি মান্নান। তিনি বলেন সাড়ে ২২ কাঠা জমিতে প্রায় একমাস আগে কলাই বপন করেন বলে জানান। এই মুহুর্তে কলাইয়ের ফুল ধরেছে সে সময় তার ভাতিজা জিয়া শত্রæতা করে ফসলে বিষ প্রয়োগ করে ফসল বিনষ্ট করে দেয়। তিনি ফসল বিনষ্ট কারির সুষ্ঠ বিচার দাবি করেন।
এদিকে জানতে চাওয়া হলে জিয়া বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন