মোংলার সোনাইলতলা খেয়াঘাট এলাকা থেকে হরিনের মাংসসহ একজন কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(১৯সেপ্টেম্বর) গভীররাতে মোংলা থানার এস আই লিটন সংর্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা একটি পাতিলে ভর্তি হরিনের মাংস জব্দ করে। এসময় ওই মাংস রাখার দায়ে গোপালপাল(৪০) কে আটক করে পুলিশ।
আটক গোপাল পটুয়াখালী জেলার গোয়ালিয়া উপজেলার সুকলাল পাল এর সন্তান। এবিষয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের শেষে আজ রবিবার গোপাল কে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
বার্তা প্রেরক
মোঃ নাজমুল ইসলাম সবুজ
বাগেরহাট প্রতিনিধি