ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাসিম উদ্দিন আহম্মেদ (৬৪) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
ঈশ্বরগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান গত ২৮ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হন। পরে তিনি নিজ বাসায় ৩ দিন আইসোলেশনে থাকার পর অবস্থার অবনতি হলে তাঁকে ১ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। ১৭ দিন হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়ার পর শুক্রবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে তিনি সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
বার্তা প্রেরক
আজহারুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি