কেশরহাট পৌরসভা কার্যালয়ে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

কেশরহাট পৌরসভা কার্যালয়ে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  পবিত্র কুরআন তেলোয়াত ও ফুলেল  শুভেচ্ছা দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। রাজশাহী মোহনপুর কেশরহাট পৌর মেয়র মোঃ  শহিদুজ্জামান শহীদ  এর সভাপতিত্বে এসময়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুমন দেব( অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাজশাহী)বিশেষ অতিথি হিসেবে ছিলেন,  মোস্তফা আহম্মেদ (অফিসার ইনচার্জ মোহনপুর থানা) ও শাহিনুর রহমান(যুগ্ন সাধারণ সম্পাদক কেশরহাট পৌর আওয়ামী লীগ )প্যানেল মেয়র মোঃ রুস্তম আলী  প্রামানিক।

 

মোহনপুর রাজশাহী বিট পুলিশিং ৯টি ওয়ার্ড নিয়ে ৩টি বিট পুলিশিং কেন্দ্র গঠন করা হয়। ৭নং বিট অফিসার -এস আই মোঃ মাহবুবুর রহমান ও এ এস আই মোঃ এরশাদ আলী (০১৭৩৭৪৩৮৯৯৭) ১,২,৩ নং ওয়ার্ড। ৮নং বিট অফিসার, এস আই মোঃ রাজু আহমেদ।(০১৭২৪৬৩৮২২২) ৪,৫,৬,নং ওয়ার্ড। ৯নং বিট অফিসার এস আই মোঃ আমানউল্লাহ (০১৭২৩৬৬৭৭৭৯) ৭,৮,৯নং   ওয়ার্ড। মোহনপুর রাজশাহী। বক্তব্য কালে কেশরহাট মেয়র শহীদুজ্জামান শহীদ বলেন, ১৭ টি গ্ৰাম ও ৯টি ওয়ার্ডের সাধারণ জনগনের তাৎক্ষণিক সেবা প্রদানের লক্ষে বিট পুলিশিং কার্যক্রম পালন করা হয়েছে। তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদে সমাজ গড়ি এই স্লোগান কে সামনে রেখে দারে দারে সেবা ও মামলা জটিলতা কমাতে  বিট পুলিশিং প্রধান ভূমিকা পালন করবে বলে জানান ।  আলোচনা সভায়  আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ,প্যানেল মেয়র মোঃ রুস্তম আলী প্রামানিক, অফিসার ইনচার্জ মোস্তফা আহম্মেদ।

 

 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন