ফেনীতে শহীদ হোসেন বিপনী বিতানের শোক সভায় বক্তারা

ফেনী জেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিক,জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজ আহম্মদ চৌধুরী প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতেন। এলাকার সমস্যা সমাধানে নিরলস কাজ করেছেন। আমৃত্যু মানুষের জন্য কাজ করেছেন। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে ভালোবেসেছেন। তিনি ছিলেন একজন সৎ, নির্লোভ, নিরহংকারী ও খাঁটি দেশপ্রেমিক। তাঁর মৃত্যুতে ফেনীবাসী এক আপনজনকে হারিয়েছে। এ শূণ্যতা কখনো পূরণ হবার নয়।

 

রবিবার সন্ধ্যায় শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান দোকান মালিক সমিতির আয়োজনে শোক সভায় বক্তারা এসব কথা বলেন। বিপনী বিতান চত্ত্বরে দোকান মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আবদুর রহমান বি.কম।

সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মরহুমের ভাই অধ্যক্ষ আমির আহম্মদ চৌধুরী রতন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও বিটিভি জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, মরহুমের বড় ছেলে রাজন চৌধুরী, ছোট ছেলে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহম্মদ রিয়াদ আজিজ রাজিব, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম ফিরোজ আহাম্মদ, ব্যবসায়ী নুরুল আলম চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন অধ্যাপক জহির উদ্দিন। শেষে মরহুম আজিজ আহম্মদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো: মনসুরুল হক।

 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন