নওগাঁয় পৃথক পৃথক অভিযানে ১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আটক তিনজন হলেন- ধামইরহাট উপজেলার রূপনারায়ণপুর গ্রামের নবীবর রহমানের ছেলে ইউসুফ, পত্নীতলা উপজেলার রাউতারা গ্রামের মোস্তফার ছেলে রশিদ ও মাধাইনগর গ্রামের আব্দুল কাশেমের ছেলে হারুন-অর-রশিদ। জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলা থেকে তাদের আটক করা হয়।
ওসি শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জেলার ধামইরহাট উপজেলার জগদল বাজার এলাকা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ ইউসুফকে আটক করা হয়। অন্যদিকে পত্নীতলা উপজেলার বদরপুর থেকে রশিদ ও হারুনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫০ বোতল ফেনসিডিল। এছাড়াও তাদের কাছ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
আটক ওই তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্ব স্ব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি শামসুদ্দিন।