ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর ১ম নামাজের জানাজা সোমবার (০৭ সেপ্টেম্বর) বাদ আছর ফেনীর মিজান ময়দানে ও বাদ মাগরিব ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী লোকজন সহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
বরেণ্য এই রাজনীতিবিদ ছিলেন সততার মূর্ত প্রতীক, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শহীদ পরিবারের গর্বিত সন্তান। রোববার দিবাগত রাত ২:২০ মিনিটে ফেনী ডায়াবেটিস হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা প্রশাসন,জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি