সাঁথিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের অভিযান, বিভিন্ন হোটেলে জরিমানা আদায় 

৭ সেপ্টেম্বর সোমবার  আজ সকালে  পাবনা জেলার সাথিঁয়া উপজেলার, সিএন্ড বি বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা হয়।এসময় খাদ্য’র মূল্য তালিকা ও গুনগত মান না থাকায় পাঁচটি হোটেলের বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ আইনে  ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই হাজার টাকা করে অর্থদন্ড দেয় । এ হোটেল গুলো হলো মিজান হোটেল, জি এস হোটেল, রশিদ হোটেল,রমজান হোটেল, ফুট পেলেস।

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সালাম। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন সাঁথিয়া থানা পুলিশের এস আই মামুন।

এ সময় আব্দুল সালাম বলেন, খাদ্যে গুনগত মান না থাকায় আমরা পাচঁটি হোটেলকে  জরিমানা করেছি। আমাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। আমরা সকল হোটেল মালিকদের অবহিত করছি যাতে করে তারা অস্বাস্হ্যকর খাবার পরিবেশন থেকে বিরত থাকে।।

বার্তা প্রেরক
আব্দুল জব্বার
সাথিঁয়া (পাবনা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন