আগামী এক বছরের জন্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশের পাবনা জেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সভাপতি হিসেবে হিমেল খন্দকার এবং সাধারণ সম্পাদক শেখ স্বপন এর নাম ঘোষণা করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশের পাবনা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃএস এম বাদশা মিয়া স্যার, ডাঃমুস্তফা জামান এবং কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম শান্ত ,সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহনেওয়াজ খান মিলন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নেতৃদ্বয় বলেন, যে বিশ্বাস করে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আশা করি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব গুলো যথাযথ ভাবে পালন করবো এবং সংগঠন কে আরও গতিশীল ও সমৃদ্ধিশালী করতে সকলের সহযোগীতা কামনা করি। সকলের দোয়া ও ভালোবাসায় পাবনা সংগঠনের ত্বরান্বিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক
মোঃ রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি