নিরাপত্তার জন্য কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বাসভবনে আনসার মোতায়েন করা হয়েছে।
গতকাল দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর বাসায় গিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি আছেন। সকল ইউএনও নিজের নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছন। একারনে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এনও) এর নিরাপত্তার জন্য তার বাসভবনে ১০ সদস্যের এক প্লাটুন আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। আনসাররা কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমীতে ক্যাম্প স্থাপন করেছেন।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি