নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে কয়েল হতে ভয়াভহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং দ্রুত এলাকাবাসীর সচেতনতার জন্য ভয়াবহ দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে। ঘটনাসুত্রে জানা যায়, উপজেলার বান্দাইখাড়া এলাকার আক্কাস আলী তার গরুর গোয়ালঘরে কয়েল দেয় এবং কয়েল হতে পাটখড়ির সংস্পর্শে গিয়ে আনুমানিক রাত ১০.৩০ মিনিটে কয়েল হতে আগুন গোয়াল ঘরে লেগে ভয়াভহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়ে আগুনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গোয়াল ঘরের ওপর দিয়ে জ্বলতে শুরু করে।
পাশের বাসা হতে অগ্নিকাণ্ডে লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পেলে মসজিদের মাইকে প্রচার করা হলে প্রতিবেশিরা দ্রুত ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এবং যথাসময়ে আগুন নজরে না পড়লে উক্ত ঘর হতে এলাকায় ব্যপক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি