মানিকগঞ্জে হচ্ছে শেখ কামাল আই টি ট্রেনিং সেন্টার 

বিপুল সংখ্যক তরুণ বেকারকে দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টির লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশানুসারে দেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্ত বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলার শিবালয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প টি একনেকে অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।উল্লেখ্য গত মঙ্গলবার একনেক বৈঠকে প্রকল্পটি উপস্থাপন করা হলে তা অনুমোদন পায়।

প্রকল্পটি চলতি মাস থেকে শুরু হয়ে ২০২৫ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।এ বিষয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠার মধ্য দিয়ে সমগ্র মানিকগঞ্জ জেলা এবং আশেপাশের এলাকার মানুষের মাঝে তথ্য প্রযুক্তির শিক্ষার এক নব উদ্যম সৃষ্টি হবে আর সেই সাথে বাড়বে কর্মসংস্থান । এভাবেই এগিয়ে যাবে শেখ হাসিনার বাংলাদেশ, অর্জিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।

বার্তা প্রেরক
আল মামুন
বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন