ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুইসদস্য গ্রেফতার, বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন“আনসার আল ইসলাম’র দুই সদস্য গ্রেফতার হয়েছে। তাদের গ্রেফতার করে পুলিশের এন্টিটেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার ভোররাতে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতদেরকে পুলিশে সোপর্দ করেছে তারা। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার সাগান্না মঙ্গলপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুলহক (২৪) ও মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরি কার্ড এবং বিপুল পরিমান বৈদ্যুতিক তার সহ বোমা তৈরীর বিভিন্ন উপাদান যেমন, মোবাইল সার্কিট, মোডিফাইড মোবাইলের চার্জার, হোম মেডরিচার্জে বল টর্চ লাইট, মোবাইলের ব্যাটারী, বৈদ্যুতিক সুইচ সহ জিহাদী বই ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ সকল তথ্য তুলে ধরা হয়।এ সময় এন্টিটেররিজম ইউনিট (এটিইউ)এর কর্মকর্তা সহ অন্যান্য পুলিশকর্মকতারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে ব্রিফিং এ আরো বলা হয়,

গ্রেফতারকৃতরা ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফেতারকৃতরা বেশী শক্তিশালী এক্সপ্লোসিভ বোমা তৈরীর বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরে গবেষনা করছে বলেও স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।

বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন