ফেনীতে স্বাস্থ্য কর্মকর্তা সহ ১৯ জনের করোনা শনাক্ত

ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ ১৯ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৬৮।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন শিক্ষক ও একজন ছাত্রও রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সদর উপজেলায় ১ জন, দাগনভূঁঞা উপজেলায়১১ জন, ফুলগাজী উপজেলায় ২ জন, পরশুরাম উপজেলায় ৩ জন, ছাগলনাইয়া উপজেলায় ১ জন নতুন করে সংক্রমন হয়েছে। অন্য জেলা থেকে নমুনা দিয়ে ১ জনের করোনা শনাক্ত হয়।

সদর উপজেলায় এ পর্যন্ত ৫শ ৫১ জন, দাগনভূঁঞা উপজেলায় ৩শ ৪৩ জন, সোনাগাজী উপজেলায় ২শ ৩৫ জন, ছাগলনাইয়া উপজেলায় ১শ ৭৯ জন, পরশুরাম উপজেলায় ১শ ৩৪ জন, ফুলগাজী উপজেলায় ১০৪ জন সংক্রমিত হয়েছেন। অন্য জেলা থেকে এসে ২৩ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে ২৬ জন সহ মোট ১ হাজার ২শ ৬জন সুস্থ হয়ে উঠেছেন।

সূত্র আরো জানায়, জেলায় এ পর্যন্ত সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেন সহ ৩৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সদরে ১০ জন, দাগনভূঁঞায় ৮ জন, সোনাগাজীতে ১১ জন, ছাগলনাইয়ায় ৫ জন ও ১ জন পরশুরাম উপজেলার বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত ৭ হাজার ৯শ ২৬ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ম এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৭ হাজার ৮শ ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক কোভিড-১৯ আক্রান্ত হন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন