সুজানগর উপজেলা গাজনার বিলের বৈদ্যুতিক শকে এক কিশোরের মৃত্যু

পাবনার সুজানগর উপজেলা গাজনার বিলে বৈদ্যুতিক শকে পিকনিক নৌকা থেকে ১৮বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। গত ১৯ আগষ্ট বুধবার পরিবারের সদস্যদের সাথে গাজনার বিলে নৌকা ভ্রমণে বের হন সবাই। বিকেল ৪টার দিকে গাজনার বিলে নিচু হয়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে হঠাৎ ধাক্কা লেগে পানিতে পরে যায়। তখন ভ্রমণের অন্য সদস্য সেটা লক্ষ্য করে এবং খোঁজা খোঁজি শুরু করেন। এসময় হাটখালী ইউনিয়নের সৈয়দপুর, কামালপুর, হাটখালী সহ বিভিন্ন এলাকার লোক ছোট নৌকা ও ট্রলার নিয়ে ছোট জাল ও ভেরজাল নিয়ে অনেক খোঁজা খোঁজি করার পরও পাওয়া যায় না ছেলেটিকে।

আজ ২০ আগষ্ট বৃহস্পতিবার সুজানগর উপজেলা ফায়ার সার্ভিস টিম উদ্ধার অভিযান শুরু করেন। এসময় কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব রেজাউল করিম সহ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য ও হাটখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনাব শেখ ফজলুল হক উপস্থিত থেকে উদ্ধার অভিযানে সহায়তা করেন। ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের সহায়তায় বেলা ১২টার দিকে পাওয়া যায় ১৮বছর বয়সী কিশোর তামিমের লাশ। মৃত কিশোর তামিম প্রামাণিক, আহমেদপুর ইউনিয়নের, সোনাতলা গ্রামের মোঃ তায়েজ প্রামাণিক ছেলে।

শেখ ফজলুল হক বলেন, গাজনার বিলে প্রতিদিন প্রায় শত শত পিকনিক নৌকা দেখা যায়। তাছাড়া বর্ষা মৌসুমে গাজনার বিল হয়ে উঠে আনন্দ ভ্রমণের জন্য একটা অন্যতম জায়গা। কিন্তু এ বিলে বৈদ্যুতিক তারের বিদ্যুৎ থেকেই যায়, অতিরিক্ত পানি হওয়ায় পানি প্রায় বৈদ্যুতিক তার ছুই ছুই অবস্থায় থাকে। ভ্রমণের নৌকাসহ জেলে নৌকার জন্য এ বৈদ্যুতিক তার খুব বিপদজনক অবস্থায় থাকে। কিশোর তামিমে লাশ ধরে কান্নায় ভেঙ্গে পরেন তার মা ও আত্মীয় স্বজনরা।

বার্তা প্রেরক
মোঃ রাসেল মাহমুদ
পাবনা (সুজানগর) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন