দৌলতপুরে ৫ টি ইউনিয়নের হাজারো মানুষ পানি বন্দি 

বাংলাদেশের আরও কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। পদ্মা,যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার বিভিন্ন জায়গায় নিম্নাঞ্চল গুলো এরই মধ্যে ডুবে গেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, পদ্মা, যমুনা নদীতে পানি বেড়ে মানিকগঞ্জের বেশ কয়েকটি উপজেলা  নতুন করে প্লাবিত হয়েছে। এ পরিস্থিতি আরো কয়েকদিন চলতে পারে বলে জানাচ্ছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র। দৌলতপুর  উপজেলার খলসী ইউনিয়নের ডান বন্দর  গ্রামে মঙ্গলবার  দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে।

ডান বন্দর  গ্রামের পানিবন্ধী আজিজ মিয়া  বলেন – চেয়ারম্যান মেম্বাররা আমাদের  খোঁজ খবর নেইনি আমাদের ত্রানও দেয়নি। কেউ ত্রাণ পাচ্ছেনা বলেও অভিযোগ করেছে অনেকে। ভানবাসী শরিফ  বলেন – বউ বাচ্চা নিয়ে পানিতে ডুবে  অনেক কষ্টে আছি। বাড়িতে পানি উঠেছে গরু, ছাগল, হাস, মুরগি নিয়ে পরেছি বিপাকে। একেতে করোনা তার উপর আবার বন্যা।

বার্তা প্রেরক
আল মামুন 
মানিকগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন