হাটখালী ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে এবং বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়ন করতে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) “মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” প্রতিপাদ্যকে সামনে নিয়ে  পাবনা জেলা ছাত্রলীগের নির্দেশনায় সুজানগর  উপজেলা ছাত্রলীগের সভাপতি  জাহিদুল ইসলাম তমাল এর তত্বাবধানে, হাটখালী ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা  ইউনিয়নে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, হাটখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনাব শেখ ফজলুল হক, ও স্থানীয় নেতাকর্মী।

এ সময় ইউনিয়ন ছাত্রলীগ কর্মী শেখ সেলিম বলেন জাতির ক্রান্তিলগ্নে সবসময় মানুষের পাশে থাকা পরিবেশ ও প্রকৃতি রক্ষার দৃপ্ত শপথ হউক মুজিব বর্ষের অঙ্গীকার। তারই প্রেক্ষিতে মুজিব বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও নির্দেশনা মোতাবেক আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি চলবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন