সময় এখন তরুণ উদ্যোক্তাদের

আমাদের দেশ তৃতীয় বিশ্বের একটি স্বল্পোন্নত দেশ। আর জাতি হিসাবেও আমরা উন্নয়নশীল। তাইতো পৃথিবিতে যে কটি দেশে বেকার সমস্যা সবচেয়ে চরমে তারমধ্যে বাংলাদেশ অন্যতম। প্রতি বছর অসংখ্য তরুন-তরুনী উচ্চশিক্ষা শেষ করে কর্মসংস্থান না করতে পেরে দিশেহারা হয়ে পড়ছে। যেখানে বেশ বড় অংকের তরুণ-তরুণী নিজেদের সংসারের হাল ধরতে নাজেহাল অবস্থা পার করছেন সেখানে কিছু তরুণ সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তেমনি পুরাতন ঢাকার কিছু গর্বিত সন্তান শিকদার মোঃ শাওন, তানজিলা প্রিয়াংকা, ও তুহিন সরকার সদ্য পড়াশুনার পাঠ চুকিয়ে এই তিনজন বর্তমানে ঢাকার প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট ব্যবসায়ী।

তাদের এই সফলতার মূলমন্ত্র কি জানতে চাইলে তারা বলেন, আজকের অবস্থানে এসেছে অল্প কিছু কারনে। আর তা হলো সবাই আমরা পরিবারের মতো আপন হয়ে কাজ করি। যার যার জায়গায় সৎ। আর গ্রাহককে আমরা সবচেয়ে কম রেটে সর্বোচ্চ সেবাটা দিয়ে থাকি। সেবার মানের ক্ষেত্রে কিছুতেই কার্পণ্য করি না আমরা।’

যেহেতু নিজেদের এলাকার মানুষের কথা বিবেচনা করে ‘স্বাদে১৬আনা’ গঠন করা তাই লোকদের প্রায় ডিসকাউন্ট দিয়ে থাকেন সার্ভিসের ক্ষেত্রে। তাদের এই রেস্টুরেন্টে ৯-১০ জন লোকের কর্মসংস্থান হয়েছে। আর এই ব্যবসায়ার জন্য তারা বেছে নিয়েছে ডিজিটাল পদ্ধতি,লিংক https://www.facebook.com/Sadhe16Ana/ আর তাদের সবচেয়ে ভালো দিক হলো তারা অসহায় ও প্রতিবন্ধি বাচ্চাদের প্রতি মাসে সাহায্যের জন্য কিছুটা অর্থ দান করেন। এই তরুন সমাজ চায় সমাজে বিভেদ দূর হয়ে সবাই সুস্থ, সুন্দর মতো বাঁচুক।’

ব্যবসায়ী হলেও খুবই বিনোদন প্রিয় এই মানুষগুলো। এতো কম বয়সে সফল ব্যবসায়ী হতে গেলে তাদের জীবন থেকে অনেকেই অনুপ্রাণিত হতে পারেন বলে তারা বিশ্বাস করেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন