গরীব ও দুঃস্থ মানুষের জন্য বাজার চালু করলো সেনাবাহিনী

করোনা ভাইরাস সংক্রমনের চলমান পরিস্থিতিতে মাদারীপুরের রাজৈরে  গরীব, দুঃস্থ ও নিন্ম আয়ের   মানুষের জন্য খাদ্য  সামগ্রীর “সম্প্রীতির বাজার”  চালু করে বাংলাদেশ সেনাবাহিনী । উপজেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট ইনিস্টিটিউশন মাঠে আাজ বুধবার সকালে এ বাজার থেকে ৫ শতাধিক পরিবারের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।।

জানা যায়, রাজৈর  উপজেলা প্রশাসন  ও সেনাবাহিনীর ৯ ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেড এর অধীনে ৬০  ইস্ট বেংগল রেজিমেন্টের ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে চাল, ডাল, তেল, আটা, লবন, পেয়াজ, শুকনো খাবার ও বিভিন্ন প্রকার সবজি দেয়া হয়।  একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০পরিবারের মাঝে ১ কেজি করে পটল, ১টি করে মিষ্টি কুমড়া এবং ১টি করে লাউ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৯ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল ইসলাম, মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, রাজৈর উপজেলা চেয়ারম্যান  এম এ মোতালেব  মিয়া, রাজৈর ইউএনও সোহান নাসরিন,ভাইস চেয়ারম্যান  শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান  সেলিনা মোস্তফা, রাজৈর পৌর মেয়র  শামীম নেওয়াজ প্রমুখ।

বার্তা প্রেরক
মোঃ আরিফ হোসাইন
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন