কোভিড-১৯ পজেটিভ কুষ্টিয়া জেলা প্রশাসক

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ মোট ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৬৮ টি নমুনা ছিল।
কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ৭ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে।এদের এক জন কুষ্টিয়া জেলা প্রশাসক।দুইটি নমুনা ফলোআপেও পজেটিভ এসেছে। অন্য জেলার মধ্যে মেহেরপুরের ২টি, চুয়াডাঙ্গার ১টি,মাগুরা ১ টি ও নড়াইলের ১ টি নমুনা পজেটিভ বলে সনাক্ত হয়।
নতুন আক্রান্তের মধ্যে কুমারখালী উপজেলার পাইকপাড়াতে দুই জন, কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১ জন। ভেড়ামারা উপজেলাতে ৪ জন, এদের বাড়ী বামনপাড়া, বাহাদুরপুর, আরকানদিতে ।
আজকে সনাক্তদের মধ্যে ২ জনের বয়স ২১- ৩০ বছর ,৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। আজকে নতুন সনাক্ত সবাই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১১১ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে) উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত দৌলতপুর ২৩, ভেড়ামারা ১৯, মিরপুর ১২, সদর ৩২,কুমারখালী ১৮, খোকসা ৭পুরুষ রোগী ৮৫, নারী ২৬ সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩১ জন উপজেলা ভিত্তিক সুস্থ ২৯ জন (দৌলতপুর ১১, ভেড়ামারা ২, মিরপুর৫, সদর৪,কুমারখালী ৬, খোকসা ১) বহিরাগত সুস্থ ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৭৭ জন।হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।
সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক জেলা সিভিল সার্জন বলেন,    আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন।
যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যাবহার করুন ও ব্যাবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যাবহার করুন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন