স্বাস্থ্যবিধি না মানায় পথচারিদের জরিমানা

ভোলার লালমোহনে স্বাস্থ্যবিধি না মানায় বাস-লঞ্চ, দোকানদার ও পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে লালমোহন পৌর শহরের বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান রুমি। এসময় যাত্রীবাহী একটি বাসে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় এক হাজার টাকা, ঢাকাগামী গ্লোরী অব শ্রীনগর-৩ লঞ্চকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মাস্ক ব্যবহার না করায় পথচারী ও দোকানদারসহ ২২ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান রুমি বলেন, সরকারীভাবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তাই সকলকে সচেতন হতে হবে। এসময় উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, শিশু অধিকার সহায়ক কর্মকর্তা মো. আব্দুল্লাহ খালেদ পাভেলসহ আরও অনেকে।

এছাড়াও আজ বুধবার সকালে স্বাস্থ্যবিধি না মানায় ইলিশা থেকে লক্ষিপুর গামি এসটি খিজির -৫নামে একটি যাত্রীবাহি সি-ট্রাক কে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বার্তা প্রেরক
আজাহার হোসেন বাপ্পী
ভোলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন