ভোলার ঈদ বাজারে সামাজিক দূরত্ব নেই

ভোলায় দোকান ও মার্কেট খুলে দেয়ার পর মানুষের ব্যাপক সমাগম ঘটছে, ফলে মানা হচ্ছে না সামাজিক দুরত্ত। জেলা প্রশাসক বলছেন, স্বর্ত না মানলে পুনরায় বন্ধ করে দেয়া হবে সব। গত ১০ মে থেকে সারাদেশের সাথে ভোলাতেও দোকান ও মার্কেট গুলো খুলে দেয়া হয় বিভিন্ন স্বর্ত দিয়ে। তবে দিন যতই যাচ্ছে ততই মানুষের ভীড় বাড়ছে মার্কেট ও দোকান গুলোতে।

কিছু কিছু ব্যবসায়ী তাদের দোকান কিংবা মার্কেট গুলোর সামনে একটি বোতলে করে হ্যান্ড সেনিটাইজার নিয়ে একজনকে বসিয়ে দিলেও ভিতরের চিত্র সম্পুর্ন আলাদা। সেখানে মানা হচ্ছে না কোন ধরনের সামাজিক দুরত্ব। যা করোনার এই সময়ে খুব বিপদ জনক হতে পারে। তাই ভোলার সচেতন মহলের দাবী বিষয়টি পুনরায় ভেবে দেখা উচিত সরকারের। তবে কিছু সেচ্ছাসেবীরা সচেতনতা বৃদ্ধির চেস্টা চালাচ্ছে। একই সাথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে ভ্র্যাম্যমান আদালত এর সাথে পুলিশ ও নৌ-বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। তবে কাজের কাজ হচ্ছে না কিছুই।

বার্তা প্রেরক
আজাহার হোসেন বাপ্পি
ভোলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন