চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু এবং চমেকে ৪৬৪ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ৬৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
শুক্রবার রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নগরে শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের ৫ জন পুলিশ সদস্য আছেন। যাদের বয়স যথাক্রমে ৩৫, ২৩, ৩৫, ৩২, ৩৯ বছর, যাদের সকলেই পুরুষ। এছাড়া দেওয়ানহাট মোড়ে ৪৩ বছর বয়সী এক পুরুষ, হালিশহরে ৪৮ বছর বয়সী এক পুরুষ ও ৫৫ বছর বয়সী এক নারী, বিআইটিয়াইডির ফ্লু কর্নারে ২৮ বছর বয়সী এক পুরুষ, অলংকার মোড় এলাকার ৪২ বছর বয়সী এক পুরুষ, আগ্রাবাদের হাজীপাড়ায় ২৯ বছর বয়সী এক পুরুষ এবং মা ও শিশু হাসপাতালে ২০ বছর বয়সী এক তরুণ, ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ১৭ বছরের এক কিশোর।
বার্তা প্রেরক
সাইফুদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি