পাবনার বেড়ায় অসহায় মানুষদের জন্য উপজেলা আ.লীগে পক্ষ হতে ঈদ উপহার হিসাবে ৫শ”পিচ শাড়ি বিতরণ করা হয়েছে। বেড়া পৌর মেয়র আ.বাতেনের নিজস্ব অর্থায়নে শনিবার (১৬মে) সকালে ডালারচর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা ৬৯-২ আসনের সংসদ আহম্মেদ ফিরোজ কবির। বেড়া পৌর মেয়রের পক্ষ থেকে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ, জাহাঙ্গীর আলম দাদা, মতিউর রহমান রউফ, আবু দাউদ উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক। মাশুমদিয়া ইউনিয়ন আ,লীগের সভাপতি শহিদুল হক শহীদ,রুপপুর ইউনিয়ন আ,লীগের সভাপতি নুরুল ইসলাম মোল্লা প্রমুখ।
মোঃ হারুনর রশিদ হারুন
পাবনা, প্রতিনিধি