পটুয়াখালীতে অসহায় মানুষের অনলাইন ডাটাবেজ সম্পন্ন

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার জন্য পটুয়াখালী জেলার দুস্থ, কর্মহীন, অসহায় ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) মানুষের তথ্য অনলাইন ডাটাবেজে আপলোড সম্পন্ন হয়েছে।

পটুয়াখালী ৮টি উপজেলার মধ্যে পটুয়াখালী সদরে-১৩৫০০ জন, দুমকী-৩০০০ জন, মির্জাগঞ্জ-৬০০০ জন, বাউফল-১৪৫০০ জন, দশমিনা-৭০০০ জন, কলাপাড়া- ১২০০০ জন, গলাচিপা- ১২০০০ জন, রাঙ্গাবালী- ৭০০০ জন। মাত্র ০৪ (চার) দিনে এই পরিবারসমূহ চিহ্নিতকরণ, এনআইডি ও মোবাইল নম্বর যাচাইকরণ-নির্ধারিত ফরমে ডাটা এন্ট্রিকরণ- আপলোডকরণ- সংশোধন- পুনঃআপলোডকরণ এই ব্যাপক কর্মযজ্ঞ সম্পাদনের জন্য জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং এই টিমের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক।

উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় সারাদেশে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) মানুষ এই মানবিক সহায়তার আওতায় এসেছেন। মানবিক সহায়তা প্রদানের এই সময়োপযোগী ও অনন্য উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে পটুয়াখালী জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক মহোদয়।

বার্তা প্রেরক
সাইদুল ইসলাম
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন