ভালুকায় বেসরকারী হাসপাতাল লকডাউন

ময়মনসিংহের ভালুকায় পৌর এলাকার মাস্টার হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগী সনাক্ত হয়েছে। পরে হাসপাতালটি লকডাউন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, ওই হাসপাতালের চিকিৎসকের সহযোগী রাজিব আহাম্মেদ করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের পিসিআর ল্যাবে করোনা পরিক্ষায় রাজিবের কোভিড-১৯ পজেটিভ আসে। আক্রান্ত রাজিব আহাম্মেদ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হুলিমা গ্রামের কামাল উদ্দিনের ছেলে।হাসপাতালের মালিক লুৎফর রহমান লিটন জানান, ‘কিছুদিন আগে উপজেলার ধীতপুর গ্রামের কুলসুম আক্তার নামের এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে।

চিকিৎসকের কাছে রোগের উপসর্গ গোপন করে। কিন্তু চিকিৎসক রোগীর উপসর্গ দেখে করোনা সন্ধেহ হলে সরকারি হাসপাতাল থেকে পরিক্ষা করার পরামর্শ দেয়। পরে ওই নারীর কোভিড-১৯ পজেটিভ আসে। পরবর্তিতে ওই নারীর সংস্পর্শে আসা হাসপাতালটির সকলের করোনা পরিক্ষা করা হলে একমাত্র রাজিবের কোভিড-১৯ পজেটিভ আসে। রাজিবের কোন উপসর্গ নেই, সে হাসপাতালে আইসোলেশনে রয়েছে। আমরা নিজ দায়িত্বেই হাসপাতালটি লকডাউন করিছি।

বার্তা প্রেরক
সাখাওয়াত হোসেন সুমন
ভালুকা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন