সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় রামপদ দেব (৪৬) এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৬মে) ভোর ৪টার দিকে সাতক্ষীরা-চুকনগর মহাসড়কের দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামপদ দেব একজন পান ব্যবসায়ী ছিলেন। তিনি গতকাল বুধবার ভোরে তার বাইসাইকেলে করেতো পাটকেলঘাটার কুমিরায় পান কিনতে যাচ্ছিলেন। যাত্রাপথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার দুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, ঘনটাটি ভোর বেলায় হও যার ফলে ঘাতক মোটরসাইকেল চালক ধাক্কা মেরে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি তবে চেষ্টা চলছে। লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি