বেশি দামে হ্যান্ড গ্লাভস বিক্রি করায় ঠাকুরগাঁওয়ে জরিমানা

করোনার এই ক্রান্তি কালে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস এর ব্যাবহার বৃদ্ধি পেয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অনেকে বেশি মুনাফায় এইসব পণ্য বিক্রি করছে। আর এই অভিযোগ পেয়ে আজ ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ঠাকুরগাঁও সদর হাসপাতালের সামনের মার্কেটের দোকানগুলোতে মূল্য যাচাই করতে যান।

এই সময় তিনি দোকানদারদের কাছে গ্লাভস ক্রয়ের ইনভয়েস দেখতে চান। ১ জন বিক্রেতা ইনভয়েস দেখতে পারেনি, আর ১ জন ইনভয়েস দেখাতে পারলেও সে যে অনেক বেশি লাভে হ্যান্ড গ্লাভস বিক্রি করছে তা প্রতিয়মান হয়। এই কারণে মেসার্স হেলথ কেয়ার সার্জিক্যাল এর প্রোঃ মোঃ সবুজ শাহ(৩৪) কে ২০০০ টাকা জরিমানা এবং সিথি ফার্মেসী এন্ড সার্জিক্যাল হাউস এর প্রোঃ ফারজানা আক্তার সিথিকে ১০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।

বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন