করোনা জয় করলেন মিরসরাই এর রাজিয়া

করোনা জয় করে বাড়ি ফিরেছেন মিরসরাইয়ে প্রথম সনাক্ত হওয়া রোগী রাজিয়া সুলতানা। গত ১৮ এপ্রিল ওই নারীর করোনা পজেটিভ হওয়ার পর চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৭দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে তিনি বাড়ি এসেছেন। রাজিয়া মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের মৌলভী সৈয়দুর রহমান বাড়ির বাসিন্দা। মঙ্গলবার (৫ মে) দুপুরে সে সুস্থ হয়ে বাড়ি ফেরায় করোনা আতংকের মধ্যেও স্বস্তি নিঃস্বাস ফেলছেন ওই এলাকার বাসিন্দারা। এছাড়া ১৯ এপ্রিল সকালে ওই মহিলার সংস্পর্শে থাকা ৮জন ও এ্যাম্বুলেন্সের ড্রাইভারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর সবার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

রাজিয়ার ভাসুর (স্বামীর বড় ভাই) মোঃ মেজবাউল আলম জানান, কয়েকদিন ধরে গলা ব্যাথা, কাশিসহ করোনা উপসর্গ দেখা দিলে গত ১৫ এপ্রিল তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে ১৮ এপ্রিল তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরে আমাদের পরিবারের সদস্য সহ মোট ৯ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এখন মানসিক ভাবে শান্তি লাগছে।

বার্তা প্রেরক
মোঃ মাঈন উদ্দিন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন