ঠাকুগাঁওয়ে নিজ বাসায় গাজার গাছ লাগিয়ে গাজা সেবনের অপরাধে কারাদণ্ড

ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অভিনব কায়দায় বাসায় গাঁজা সেবন করার অপরাধে মোঃ মনতাজ (৩২) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরাধী ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌদ্দহাত কালীতলা এলাকার মৃত রুস্তম আলী এর পুত্র।

অপরাধীর তার নিজ বাসায় ৩টি গাজা গাছ লাগিয়ে সেই গাছের পাতা শুকিয়ে খান এই অপকর্মের কথা তার এলাকার এক জনের কাছে জানতে পারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন তাৎক্ষণিকভাবে ভাবে তার বাসায় সদর থানার পুলিশ ফোর্সসহ নিয়ে গেলে সেখানে বাসার উঠানে ৩টি গাজার গাছ পান।

এসময় তাকে জিজ্ঞেস করলে তিনি গাজা খান বলে স্বীকারোক্তি দেন। অভিনব কায়দায় গাজা গাছ লাগিয়ে গাজা সেবনের অপরাধে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এবং গাছগুলো উপড়ে ফেলে ধ্বংসের নির্দেশ দেন।

বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন