বরগুনা জেলায় একই পরিবারের চার জনসহ করোনায় আক্রান্ত ৩১

বরগুনা জেলায় ৬ টি উপজেলায় পাঁচটিতে করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। তবে এরই ভিতর একই পরিবারের চারজন আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের ভর্তি রয়েছেন বাবা অন্যদিকে তার পরিবারের দুই শিশুসহ মা চিকিৎসা নিচ্ছেন বাসায় থেকে। জানা যায় আক্রান্ত ওই পরিবারের গৃহকর্তা পেশায় একজন চাকরিজীবী এবং তার স্ত্রী একজন স্বাস্থ্য সহকারী। ওই গৃহবধূ ২২ এপ্রিল অফিস করে বাসায় যান ওই দিনই তার স্বামী কিছুটা কাশি এবং জ্বর অনুভব করেন এরপর তার নমুনা টেস্টের জন্য পাঠানো হলে তার নমুনা পজিটিভ আসে।

এরপর দুই শিশুসহ মায়ের নমুনা টেস্টের জন্য পাঠানো হলে তাদের সবার রেজাল্ট পজিটিভ আসে। তাদের এক ছেলের বয়স ৮ বছর আরেক ছেলের বয়স ১৩ বছর। ওই পরিবারের গৃহকর্মী বলেন আমার বাচ্চারা যেহেতু ছোট সেহেতু তারা আলাদা কক্ষে থাকতে পারবে না তাই আমরা হাসপাতালে যায়নি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। বরগুনা জেলা মোট আক্রান্ত ৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বার্তা প্রেরক
সাদ্দাম হোসেন
বরগুনা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন