সঠিক স্বাস্থ্য সেবা পাচ্ছে না ভোলার করোনা আক্রান্ত রোগীরা

করোনার প্রকোপ শুরু হওয়ার পর আজ পর্যন্ত ভোলা জেলায় মোট ৫ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়। বোরহানউদ্দিনের বোরহানগঞ্জে সনাতন ধর্মালম্বী ০১ জন, মনপুরা হাজিরহাট ইউনিয়নে একজন, ভোলা পৌরসভায় ২ জন ও পূর্ব ইলিশা ইউনিয়নে ১ জন, এই ৫ জনের মধ্যে শুধু মনপুরা উপজেলার রুগির প্রপার ট্রিটমেন্ট চলছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে ডাক্তার’রা প্রতিদিন রোগীর বাড়ি যাচ্ছেন খোজ খবর নিচ্ছেন ট্রিটমেন্ট দিচ্ছেন।

ভোলা সদরে আক্রান্ত ৩ জন, অথচো ভোলা সদর হাসপাতাল কতৃপক্ষ যেন পুরাই উদাসিন। রোগীর কাছে যাওয়াতো দূরের কথা ঠিকমতো রোগির ফোনও রিসিভ করছেন না। করোনা’র চিকিৎসার নিয়ম অনুযায়ী রোগীকে কাছাকাছি থেকে চিকিৎসা দেওয়া ছাড়াও রোগীর পরিবারের অন্য সদস্য’দের নমুনা নিয়ে তা পরীক্ষা করা খুব জরুরী। অথচ ভোলা সদরে শুধু হাসপাতালের সামনে করোনা ইউনিট নামে একটা ব্যানার লাগানো ছাড়া সিভিল সার্জন অন্যক্ষেত্রে উদাসিন আচরন করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বার্তা প্রেরক
আজাহার হোসেন বাপ্পি
ভোলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন