চাঁদপুর শহরের কুমিল্লারোড, জোড়পুকুরপাড় ও কালীবাড়ীর আশেপাশে ছড়িয়ে আছে প্রায় কয়েক হাজার দোকান যারমধ্যে অধিকাংশই রেডিমেড পোষাক ও থান কাপড়ের দোকান। রমজানে এই সময়ে চাঁদপুরের আশেপাশের এলাকা থেকে অনেক কাস্টমার ভীড় করে। কিন্তু করোনার এই পরিস্থিতিতে সকল দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীরা পরেছে চরম বিপাকে, কাপড় ব্যবসায়ীরা বছরের এক – তৃতীয়াংশ বেচাকেনা হয় এই সময়ে। দোকান ভাড়া ও ষ্টাফ বেতন বিভিন্নপার্টির খরচ মিটানো অনেক ব্যবসায়ীর পক্ষে সম্ভব না।
তাই সরকার ও জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ীদের দাবী যাতে সীমিত পরিসরে দোকান খুলে দিলে ব্যবসায়ীরা অন্তত কিছুটা উপক্রিত হবে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা বেচাকেনা করবেন বলে জানিয়েছেন।
আর এই ব্যবস্থা না হলে বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ীকে পথে বসতে হবে, কারন রোজার এই মাসে এইসব দোকানগুলোতে গড়ে প্রায় প্রতিদিন কোটি টাকার বানিজ্য হয়ে থাকে যা মাস শেষে প্রায় শতকোটি টাকায় দাঁড়ায়। যা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে।
মোঃ নাছির উদ্দিন
চাঁদপুর সদর