অবিরাম ছুটে চলা উপজেলা নির্বাহী অফিসার

শনিবার বৃষ্টিকে উপেক্ষা করে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হজকটুপাড়া ও ৬ নং ওয়ার্ডের হাজীপাড়ার ১৬০টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এছাড়া তিনি জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইলে একেবারের সীমানার কাছাকাছি নতুনপাড়ার ২৮টি দূঃস্থ পরিবার ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে ৩৫০টি দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন।

এছাড়াও আজ ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনাক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু, সহকারী কমিশনার ভূমি বহ্নি শিখা আশা, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপসহকারী কৃষি অফিসার বড়গাঁও ইউনিয়নে ২৫০টি, আউওলিয়াপুর ইউনিয়নে ২৫০টি, রহিমানপুর ইউনিয়নে ২৫৫টি কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার গতকাল ১ লা মে ১৪৮২ টি, ৩০ এপ্রিল ১৬২২ টি, ২৯ এপ্রিল ২০২২ টি, ২৮ এপ্রিল ১৬৩০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়াও ২৭ এপ্রিল অবধি দীর্ঘ ১ মাস ত্রাণ বিতরন কালে মোট ৩৩৮২২ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা পরিষদের কাছে বাস স্ট্যান্ডে গাড়ির পার্টস চুরির প্রচেষ্টা কালে মো: রমজান আলী (২১) কে স্থানীয় শ্রমিকরা ধরে ফেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে তাকে ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরাধী কালীতলা জগন্নাথপুর নিবাসী মোঃ হাসিবুল ইসলাম এর পুত্র। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন