শিবচরে ৩ হাজার পরিবারের মাঝে খাবার ও ইফতার সামগ্রী বিতরন

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচরে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে আরো ৩ হাজার পরিবারের মাঝে খাবার ও ইফতার সামগ্রী বিতরন শুরু হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়াম থেকে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের কাছে খাবার ও ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

এ নিয়ে করোনা পরিস্থিতিতে শিবচরের ৫৫ হাজার নিম্ন আয়ের ও হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী পরিবারের মাঝে চাল,ডাল,তেল,ছোলা,লবনসহ খাবার সামগ্রী বিতরন করা হলো। এদের মধ্যে মসজিদ,মাদ্রাসার প্রায়     ১৫ শ ঈমাম,মুয়াজ্জিন, অর্ধশত পুরোহিত সেবায়েত, নন-এমপিও শিক্ষক, গ্রাম পুলিশ, পত্রিকার হকার, চতুর্থ শ্রেনীর দুঃস্থ কর্মচারী, জেলে সম্প্রদায়সহ নিম্ন আয়ের মানুষও রয়েছে।

এ সময় পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন। চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, খাবার সহায়তা অব্যাহত থাকবে। সবাইকে লকডাউন মেনে ঘরে থাকতে হবে।

বার্তা প্রেরক
মোঃ আরিফ হোসাইন
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন