ইসলামপুরে কলেজ ছাত্র আজম হত্যা মামলায় একজন গ্রেফতার

জামালপুরের ইসলামপুর উপজেলায় কলেজ ছাত্র গোলাম আজম হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মো. রফিক (৩৫)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল নয়টায় জেলার বকশীগঞ্জ উপজেলা নীলাখিয়া ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ইসলামপুর থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামি রফিককে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সে এজাহারভূক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসায় রফিক হত্যাকাণ্ডে জড়িত স্বীকার করেছে।

উল্লেখ্য, নিহত গোলাম আজম গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও মাদারীপুর সরকারি কলেজের অনার্সের গণিতের বিভাগের ছাত্র ছিলো। সে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের
ছেলে।

গত ২৫ এপ্রিল দুপুরে জমি সংক্রন্ত বিরোধে প্রতিবেশি ফুলু, দুলাল, সাজু গংরা তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে রাত এগারোটায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়।

এব্যাপারে নিহত আজমের বাবা বকুল মন্ডল বাদি ২৮ জনের নামোল্লেখে মামলা দায়ের করেছে।

বার্তা প্রেরক:

আবদুল লতিফ লায়ন
জামালপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন