ভোলায় ২৮ কোটি টাকার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

ভোলায় ঘুইংগার হাট থেকে চরপাতা ও দৌলতখান- সড়কের ২৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষ পর্যায়ে। কয়েক কিলোমিটার কার্পেটিংও হয়। করোনা পরিস্থিতিতে  বাকি কাজ সম্পূর্ণ হয়নি।

সড়কের কাজের মান কতটা উন্নত হয়েছে  দেখেই বোঝা যায়। বুধবার সকালে ঘুইংগার হাট থেকে ৩ শত গজ পূর্বে পাশে চরপাতা সড়ক চালবাহী একটি ট্রাক যাওয়ার সময় ট্রাকটি ডেবে যায়। ইতিমধ্যে এই সড়কের বিভিন্ন জায়গায় পাইলিং অনেকটা ধষে পড়েছে।

সড়কটি উন্নয়নেরজন্য ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয় অক্লান্ত পরিশ্রম ফলশ্রুতিতে সরকার থেকে এই কাজটি বরাদ্দ করিয়েছেন। ঠিকাদার নিম্নমান কাজ করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

বার্তা প্রেরক:

আজাহার হোসেন বাপ্পি
ভোলা জেলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন