কবে ফিরে আসবে এই কর্মহীন মানুষের কর্ম ব্যস্ততা

দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন সারা বছর জন কোলাহলে ভরপুর থাকতো। বর্তমান  এই মহামারী করোনার মরণ ছোবল থেকে  বাঁচার জন্য মানুষজন সরকারের দেওয়া নির্দেশনা মত যার যার ঘরে অবস্থান করছেন। ফলে এই বিরামপুর রেলস্টেশনটি তার নিজস্বতা হারিয়ে ফেলে। তার সাথে জড়িত সংশ্লিষ্ট দোকানদার ও স্টেশনে কর্মরত কিছু কুলিসহ কর্মহীন হয়ে পড়েছেন অন্তত ১০০ থেকে ১৫০ জন নিম্ন আয়ের  মানুষ। কেউ জানেনা কবে ফিরে আসবে আগের সেই স্বাভাবিক অবস্থা, কবে ফিরে আসবে এই কর্মহীন মানুষের কর্ম ব্যস্ততা।

বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন