জীবনের চেয়ে টিসিবির পণ্যের মূল্য বেশী

শেরপুর জেলার, ঝিনাইগাতী উপজেলাতে করোনা পরিস্থিতে সরকার কর্তৃক অনুমোদিত টি, সি, বির পণ্য বিক্রির ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না । লিটার প্রতি বা কেজি প্রতি ২০ থেকে ১৫ টাকা বাচাতে এসে ক্রেতারা জীবনের ঝুকির মুখে পড়েছে । টি , সি,বি .কর্তৃক বিক্রি হচ্ছে পুষ্টি সয়াবিন তৈল , চিনি , এবং ছোলা বোট । তৈল বিক্রি হচ্ছে ৮০ টাকা লিটার, চিনি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি ,এবং ছোলা বোট বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি । স্বল্প মূল্যে পণ্য কিনতে এসে ক্রেতারা নিজের জীবনকে বিস্বর্জন দিচ্ছে । টি. সি. বির পণ্য কিনতে আসা ক্রেতারা ভিড় জমিয়েছে । এতটা ভিড় জমিয়েছে যে পণ্য কিনতে আসা ক্রেতারা একে অপরের সাথে বাগদন্ডে লিপ্ত । সেখানে যদি একজন করোনা রোগী থাকে তবে মূহুর্ত অসংখ্য মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এত কোন সন্দেহ নেই । পণ্য কিনতে আসা অধিকাংশ লোক মাস্ক ছাড়া পণ্য কিনতে এসেছে। এতে কর্তৃপক্ষ সঠিক কোন পদক্ষেপ গ্রহণ করেনি। টি. সি .বির পণ্য বিক্রির ক্ষেত্রে প্রসাশন বার বার সতর্ক করা সত্তেও জনগণ তা আমলে আনেনি।

বার্তা প্রেরক:

মোঃ মামুনুর রশিদ
শেরপুর জেলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন