বগুড়া আইডিয়াল বিদ্যালয়ের অভিভাবকদের খাদ্য সহায়তা দিলেন প্রধান শিক্ষক

বগুড়া আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হতদরিদ্র ও গরীব শিক্ষার্থীর অভিভাবকদের খাদ্য সহায়তা দিয়েছেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বগুড়া সদরের বড়গোলা এলাকায় অবস্থিত আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত বিদ্যালয় প্রাঙ্গণে হতদরিদ্র ও গরীব শিক্ষার্থীর অভিভাবকদেরকে খাদ্য সহায়তা প্রদান করেন প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার বানু, প্রধান শিক্ষিকা তার নিজস্ব অর্থায়নে ৬০ জন শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল সালাম বাবু, পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, উক্ত বিদ্যালয়ের সভাপতি শরিফুল ইসলাম বাবু, কৃষিবিদ আব্দুল্লাহেল বাকী, সহকারী শিক্ষিকা রোকসানা আক্তার অভিভাবক সদস্য আব্দুল মালেক ও রনি শেখ উক্ত খাদ্য সামগ্রী বিতরণ এ উপস্থিত ছিলেন।

এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে করোনা বিষয়ে সচেতনতা জন্য সামাজিক দূরত্ব নিশ্চিতকরন, নিয়মিত হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি আহ্বান জানানো হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানান উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

বার্তা প্রেরকঃ
রক্তিম
বগুড়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন