শালিখায় উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ।

মাগুরার শালিখায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর নিজস্ব উদ্যোগ ও  অর্থায়নে উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ টি ওয়ার্ডের করোনায় বিপর্যস্ত ও অসহায় দিনমজুর ৭০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার তালখড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগ কর্মী জুন্নুন হাসান,  মামুন রেজা, আব্দুল্লাহসহ অন্যান্যদের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭ কেজি চাউল, দেড় কেজি আলু, ১কেজি ডাউল, ১ কেজি লবণ, আধা লিটার তেল ও একটি সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ তানভীর রহমান, এ্যাড. শামছুর রহমান, দেলুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র রায়, উপজেলা পরিষদের সিএ শিমুল হাসানসহ ঐ গ্রামের  গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এই দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে
 বার্তা প্রেরকঃ
 জিহাদ হাসান 
মাগুরা, প্রতিনিধিঃ

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন