বগুড়ার শিবগঞ্জে ফিলিং ষ্টেশনে বিদ্যুৎ চুরির অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে ফিলিং ষ্টেশনে  বিদ্যুৎ চুরির অভিযোগে  বিএনপি’র শীর্ষ নেতার ৮৭ হাজার টাকা জরিমানা এবার ধান নয় গম নয় নভেল করোনার প্রানঘাতি  দুর্যোগের সুযোগে মীর শাহে আলম নামের এক বিএনপি নেতা’র মালিকানাধিন ফিলিং ষ্টেশনে  বিদ্যুৎ চুরির ঘটনা এলাকায় গোটা বগুড়া ভাইরাল হয়েছে। বিদ্যুৎ চুরির ঘটনায় তাকে জরিমানা গুনতে হয়েছে ৮৭হাজার টাকা ।
জানা গেছে , সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মীর শাহে আলম তার মালিকানাধিন এলাকার বগুড়া-রংপুর মহসড়কের আমতলী নামক স্থানে মীর সীমান্ত  দিগন্ত ফিলিং স্টেশনে রীতিমত অবৈধ সংযোগ নিয়ে অবৈধ বিদ্যুৎ চুরি করে ব্যবসা চালিযে আসছিলেন। পরে গোপন খবর পেয়ে রবিবার সন্ধ্যায় শিবগঞ্জ পল্লী  বিদ্যুৎ সমিতি ঐ ফিলিং ষ্টেশনে অভিযান চালায় । তারা এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের সময় হাতে নাতে আটকের পর ওই প্রতিষ্টানের  মালিক বিএনপি নেতা মীর শাহ আলমকে  জরিমানা করে।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মোকামতলা জোনাল অফিসে গেলে  ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রিজ্জাকুল ইসলাম  জানান, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে মীর সীমান্ত দিগন্ত ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মীর শাহে আলমকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই সাথে ভবিষ্যতে তার প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা ।
এদিকে চলমান করোনা দুর্যোগে মানুষকে ঘরে রাখতে সরকার যখন নির্বিঘ্নে বিদ্যুৎ সংযোগ প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই বিএনপি নেতার এমন কর্মকান্ড গোটা এলাকায় সাধারন মানুষের মধ্য এর  প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এব্যাপারে মীর সীমান্ত দিগন্ত ফিলিংস্টেশনের স্বত্বাধিকারী মীর শাহে আলমের সাথে (মঙ্গলবার বেলা ১০.৪৯ ও ১১.৫৭ ঘন্টায়) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি  ফোন রিসিভ করেননি ।
বার্তা প্রেরক:
রাজিবুল ইসলাম রক্তিম
বগুড়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন