পঞ্চগড়ে দোকান খোলায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

পঞ্চগড় শহরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্র্যামমাণ আদালত

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের রাজনগর বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।

সরকারি নির্দেশনা অমান্য করে পঞ্চগড় শহরের রাজনগর বাজারে দোকান খোলা রাখার দায়ে ৬ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও পঞ্চগড় সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম সময় সংবাদকে জানান,সরকারি নির্দেশনা অমান্য করে পঞ্চগড় বাজারে দোকান খোলা রাখা দায়ে ৬ ব্যবসায়ী জরিমানা করা হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন