ভোলায় অব্যাহত আছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ত্রাণ কার্যক্রম

ভোলার কর্মহীন হয়ে পড়া দলিত সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা “গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। ২৭ এপ্রিল সোমবার সকালে গ্রামীন জন উন্নয়ন সংস্থার  ধারাবাহিক ত্রান সহয়তার কর্মসুচী হিসেবে তাদের প্রধান কর্যালয় থেকে এ খাদ্য সহায়তা তুলে দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ জাকির হোসেন, এড়িয়া ইনচার্জ মোঃ বশির ও সিনিয়র ফিল্ড অফিসার মোঃ রাশেল মনির।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্ত পরিবারদের মাঝে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ সম্পর্কে জানতে চাইলে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ জাকির হোসেন জানান সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই কার্যক্রম। এবং তিনি আরও বলেন যতদিন পর্যন্ত দেশের এই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত তাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বার্তা প্রেরকঃ

আজাহার হোসেন বাপ্পি,ভোলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন