অন্যান্য দিনের মতো উলিপুর আজও লকডাউন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ মোঃ সাহেব আলী
অন্যান্য দিনের মতো আজকেও উলিপুরে চলছে লকডাউন। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।যারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কাজ করেন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানা যায়। তারা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যানবাহন পাচ্ছেন না।
এ বিষয়ে এক ভুক্তভোগীর কাছে জানতে চাওয়া হলে তিনি নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় ভাষায় বলেন, “হামরা উলিপুর থাকি দিনাজপুর এ কাম করবের জন্য যাই, কিন্তু লকডাউনের জন্যে গাড়িঘোড়া নাই সেই জন্যে কামত যাবারো পাই ন্যাই”।
এদিকে জেলা প্রশাসকের বিজ্ঞপ্তিতে জানানো হয় , কুড়িগ্রাম জেলা গত বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে লকডাউন ঘোষণা করা হয়।এবং জরুরি সেবা ব্যাতীত অন্য কোন যানবাহন ও জনসাধারণের নিজ এলাকা থেকে বের হওয়া এবং প্রবেশ করা সম্পুর্ন নিষেধ থাকবে। যারা নিষেধাজ্ঞা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,সিভিল সার্জন, ও পুলিশ সুপারের প্রতিনিধি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন