নাগরপুরে রোজা রেখেও কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবকলীগ

পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখেও ধান কেটে দরিদ্র কৃষকের ঘরে তুলে দিয়েছে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।

রবিবার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুনের উদ্যোগে নাগরপুর উপজেলার সুদামপাড়ার বর্গাচাষী মানিক রাজবংশী নামে এক দরিদ্র কৃষকের ঘরে ২৫ শতাংশ জমির ধান কেটে তুলে দেওয়া হয়। জানা যায়, উপজেলার সুদামপাড়ার ওই কৃষক অভাবের কারণে গোলায় ধান তুলতে পারছিলো না। তখন বিষয়টি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুনের নজরে আসে এবং তিনি তার নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের ধান কেটে মাড়ায় করে দেন। বাবর আল মামুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্বাহী সংসদের নির্দেশনায় দেশের অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবকলীগ। অভাবের কারণে যারা জমির ধান কাটতে পারছে না তাদের ধান কেটে ঘরে তুলে দেওয়া হচ্ছে।

এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ওই কৃষকের ফসল কাটা ও মাড়াইয়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোরহাব হাসান, আব্দুল আলীম, নজরুল ইসলাম সহ আরো অনেকে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন